ফের ভোগান্তির কবলে পড়েছেন যাত্রীরা। আগামীকাল, অর্থাৎ দোলের দিন শিয়ালদহ-হাওড়া শাখায় দোলের দিন সকাল থেকে দুপুর অবধি প্রায় ৩০০ লোকাল ট্রেন বাতিল থাকবে। সোমবার দোলযাত্রা উপলক্ষ্যে সরকারি এবং অধিকাংশ বেসরকারি অফিস ছুটি থাকবে, ফলে নিত্যযাত্রীর ভিড় খুব একটা থাকবে না। রেল জানিয়েছে, দোলের দিন শিয়ালদহ শাখায় ২৩৪টি ট্রেন চলবে না। এই ডিভিশনের সমস্ত শআখা মিলিয়ে দিনে ৮৯২টি লোকাল ট্রেন চলে। যার মধ্যে সকালের দিকে বাতিল থাকবে ২৩৪টি লোকাল ট্রেন। দোলের সকালে হাওড়া শাখায় ৬৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
প্রসঙ্গত, দীর্ঘদিনের অভিযোগ, দোলের দিন বেলুন ছোঁড়া হয়। ট্রেনের দরজা বা জানলা দিয়ে সেই রঙ ভর্তি বেলুন যাত্রীদের শরীরে এসে পড়ে, জামাকাপড় নষ্ট হয়। ট্রেন চালকদের কেবিন লক্ষ্য করেও বেলুন ছোঁড়া হয়। এমন ঘটনায় চালকের মনঃসংযোগ নষ্ট হলে, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। হোলির দিন রেল সুরক্ষা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্টেশনগুলিতে জওয়ানদের মোতায়েন করা হবে। ট্রেন চলাচল মসৃণ করতে নজরদারি চালাবে সুরক্ষা বাহিনী। শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম বলেন, হোলি আনন্দের উৎসব। সতর্ক হয়ে তা উদযাপন করতে হবে। চলন্ত ট্রেনে বেলুন ছোঁড়ার ঘটনায় যাত্রীদের আহত হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি ট্রেন দুর্ঘটনাও ঘটতে পারে। সবাইকে সচেতন হয়ে হোলিতে অংশগ্রহণ করার আবেদন জানিয়েছেন দীপক নিগম।