জোরকদমে শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের প্রচার। আত্মবিশ্বাসী ঘাটালের দুবারের জযী তারকা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। প্রচারের ময়দানে নেমেই তিনি জানিয়েছেন, গতবারের তুলনায় এবার আরও বেশি ব্যবধানে। শনিবার প্রচারের ফাঁকে ক্রিকেট খেলতে দেখা গেল তারকা সাংসদকে। সাদামাটা পোশাকে ক্রিকেট খেললেন তিনি।
স্বাভাবিকভাবেই, রুপোলি পর্দার তারকাকে সামনে থেকে দেখে ঘাটালবাসীরা উচ্ছ্বসিত। দেব যেন তাঁদের ঘরের ছেলে হয়ে উঠেছেন। দেবকে ঘিরে এক এক জায়গায় তৈরি হচ্ছে জনজোয়ার। মুগ্ধ আট থেকে আশি, সক্কলেই।