সেই ২০১৯ সালে শেষ বসন্ত উৎসব হয়েছিল বিশ্বভারতীতে। এর পরে করোনা অতিমারির কারণে ২ বছর বন্ধ ছিল বসন্ত উৎসব। তার পরে কেটে গিয়েছে আরও ২ বছর। এরই মধ্যে উপাচার্য বদল হয়েছে বিশ্বভারতীতে। তারপর বিশ্ববিদ্যালয়ে পৌষমেলা ফিরেছে। তাই আশা ছিল এবার বসন্ত উৎসবও ফিরবে। কিন্তু এবারও বসন্ত উৎসব হচ্ছে না বিশ্বভারতীতে। দোলের দিন রবীন্দ্রভবন সহ পর্যটকদের জন্য আশ্রম চত্বর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ফলে পর্যটকদের জন্য বিধিনিষেধ থাকছে।
জানা যাচ্ছে, বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ফলে ভিড়ের চাপে যাতে ঐতিহ্য ক্ষেত্র নষ্ট না হয় তার জন্যই এমন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার এ নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক সহ অন্যান্য অধ্যক্ষ এবং অধ্যাপকরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে আশ্রম চত্বরে পর্যটকদের প্রবেশে বিধিনিষেধ নিয়ে সিদ্ধান্ত হয়েছে।