ইডির হাতে গ্রেফতার হয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তার গ্রেফতারের পরেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এবার কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ আনলেন আম আদমি পার্টির নেতা গোপাল রাই।
দিল্লির মন্ত্রী জানান, “আমি এখানে তার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু তাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। কোন আইনে আমাকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে?অরবিন্দ কেজরিওয়াল ক্রমাগত দিল্লির মানুষের জন্য কাজ করেছেন।” তবে অবশেষে আপ নেতার পরিবারের সঙ্গে দেখা করতে পারলেন গোপাল রাই।
অন্যদিকে সাংবাদিক বৈঠক করে আম আদমি পার্টির নেতা অতিশী বলেন,’ এই প্রথম নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে কোন রাজ্যের মন্ত্রীকে গ্রেফতার করল কেন্দ্রীয় সরকার। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র। দলের বিশ্বাস সুপ্রিম কোর্ট দেশের গণতন্ত্র রক্ষা করবে।‘