হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় পুরোদমে প্রচারে নেমে পড়ছেন। তিনি দাবি করেছেন, এবার ভোটে জিতে সাংসদ হলে প্রথমেই লোকসভায় গিয়ে বলাগড় এলকায় গঙ্গার পার ভাঙন নিয়ে কথা বলবেন। এছাড়া কেন্দ্র সরকারকে একের পর এক কটাক্ষ করেন রচনা।
গুপ্তিপাড়ায় ভোট প্রচারে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বৃন্দাবন মঠে পুজো দিয়ে রচনা বলেন, ‘হুগলির মানুষ যদি আমাকে ভোট দিয়ে জেতান তাহলে সংসদে প্রথম কথাই বলব বলাগড়ের ভাঙন নিয়ে। বলাগড়ের গঙ্গার ভাঙন দীর্ঘদিনের সমস্যা। আমি সেই সমস্যা সম্বন্ধে ওয়াকিবহাল।’
এরপরেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রচনা বলেন, ‘একটা বড় কাজ কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া হবে না।দিদি একা কত লড়াই করবে। পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তো দিদি লড়ছে। দিদির পক্ষে যতটা সম্ভব ততটা করেছে। তারপরও তো টাকার দরকার। কেন্দ্রীয় সরকার যদি তাকিয়ে না দেখে তাহলে কি করে সম্ভব।’ লকেটকেও আক্রমণ করেন তারকা প্রার্থী। তিনি বলেন, ‘পাঁচ বছরে এখানকার সাংসদকে দেখা যেত না। অথচ ভোট আসতেই এখন প্রচারের সময় তাঁকে দেখা যাচ্ছে।