প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। আওরঙ্গজেব ১৬১৮ সালের ৩ নভেম্বর, বর্তমান গুজরাতের দোহাদে (বা দাহোদ জেলায়) জন্মগ্রহণ করেন।
তিনি ছিলেন যুবরাজ খুররামের (সম্রাট শাহজাহান) ষষ্ঠ সন্তান এবং দারাহ শুকোহ আর শাহ সুজার পর তৃতীয় পুত্র। তাই আওরঙ্গজেব তাঁর প্রথম বছরগুলো গুজরাতেই কাটিয়েছেন। ১৬২২ সালে তাঁর পিতা মুঘল সম্রাট জাহাঙ্গির, তাঁর ঠাকুর্দার বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নিলে, ঔরঙ্গজেবকেও গুজরাত ছাড়তে হয়।
এসবই তাঁর বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেছেন সঞ্জয় রাউত। এক সমাবেশে তিনি বলেছেন, ‘শিবাজি মহারাজের জন্ম হয়েছিল মহারাষ্ট্রে। আর, ঔরঙ্গজেব জন্মেছিলেন গুজরাটে, যেখানে (নরেন্দ্র) মোদীর জন্ম হয়েছিল। (মোদী আজ) মহারাষ্ট্রের বিরুদ্ধে আওরঙ্গজেবের মত মনোভাব নিয়ে চলছেন, শিবসেনা এবং আমাদের আত্মসম্মানকে আক্রমণ করছেন।’