জোরকদমে লোকসভা নির্বাচনের প্রচার চালাচ্ছে তৃণমূল। প্রচারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন মহিলারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই স্বনির্ভর হয়েছেন রাজ্যের মহিলারা। নির্বাচনী প্রচারেও তাই মহিলারদের উপস্থিতি চোখে পড়ার মতো। জেলায় জেলায় তৃণমূলের প্রার্থীদের দেখে জয়ধ্বনি দিচ্ছেন তাঁরা। বৃহস্পতিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মাড়াইকুড়া থেকে কমলাবাড়ি পর্যন্ত প্রচারে ঝড় তোলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তাঁকে দেখেই জয়ধ্বনি দেন এলাকার মহিলারা। কৃষ্ণ কল্যাণী জানান, “মানুষের ভাল সাড়া পাচ্ছি। দীর্ঘ কুড়ি-পঁচিশ বছর ধরে মানুষের যেসব দাবি ছিল তা মুখ্যমন্ত্রীর হাত ধরে পূরণ হচ্ছে। ৭৪টি সরকারি প্রকল্পের সুবিধা মানুষ সরাসরি পাচ্ছেন। সারা বছর মানুষের পাশে থেকে উন্নয়নের রাজনীতি করে তৃণমূল কংগ্রেস।”
পাশাপাশি, তাঁর কটাক্ষ, “বিরোধীরা শুধু ধর্মের উস্কানি দিয়ে ভোটের আগে রাজনীতি করতে আসে। কিন্তু এবারে প্রচারে বেরিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। মানুষ উন্নয়নেরই পক্ষে ভোট দিয়ে মানুষ ইতিহাস গড়বে।” জেলার সাতটি বিধানসভা নিয়ে রায়গঞ্জ লোকসভা গঠিত। ইতিমধ্যেই ছটি বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে পরিচয় পর্ব সেরেছেন কৃষ্ণ কল্যাণী। এরপর বুথ স্তরে বৈঠক করা হবে। কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে সরকারি দফতর বেসরকারিকরণের যে প্রক্রিয়া শুরু করেছে তাতে স্পষ্ট যে সরকারের অবস্থা সন্তোষজনক নয়। কেন্দ্রের মিথ্যাচারের জবাব মানুষ ভোটবাক্সে দেবেন বলেই আশাবাদী কৃষ্ণ কল্যাণী।