বৃহস্পতিবার রাতেই দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। ইতিমধ্যেই তা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এবার মোদী সরকারের প্রতিবাদ জানাতে শুক্রবার বেলা ৫টা নাগাদ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র একটি দল নির্বাচনে কমিশনে যান। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে দেখা করেন তাঁরা।
প্রসঙ্গত, উক্ত দলে ছিলেন কেসি ভেনুগোপাল, ডঃ অভিষেক মনু সিংভি (আইএনসি), ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক (তৃণমূল কংগ্রেস ), সীতারাম ইয়েচুরি (সিপিআই এম), পি উইলসন (ডিএমকে) এবং জাভেদ আলী (এসপি), সন্দীপ পাঠক (আপ), জিতেন্দ্র আওহাদ (এনসিপি এসপি)।