২০২৩ সালের নভেম্বরে নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলার রায় ঘোষণা স্থগিত করেছিল সুপ্রিম কোর্ট। আর চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের ওই প্রকল্প ‘অসাংবিধানিক’ বলে বাতিল করে দেয় শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। কিন্তু গত নভেম্বরে এই মামলার রায় স্থগিত হওয়া সত্ত্বেও চলতি বছরে নতুন করে ৮ হাজার ৩৫০টি বন্ড ছাপিয়েছিল মোদী সরকার। প্রতিটি বন্ডের মূল্য ১ কোটি টাকা করে। একটি আরটিআই আবেদনের জবাবে এই তথ্য প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। এবিষয়ে তথ্য চেয়ে আবেদনটি পেশ করেছিলেন সমাজকর্মী সি এল বাত্রা।
সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন প্রকাশিত তথ্য বলছে, ২০১৮ সালে নির্বাচনী বন্ড চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে শুধুমাত্র বিজেপির ঘরে গিয়েছে প্রায় ৮ হাজার ২৫১ কোটি টাকা। মোট বিক্রি হওয়া বন্ডের ৫০ শতাংশের বেশি গিয়েছে কেন্দ্রের শাসকদলের তহবিলে। কিন্তু সুপ্রিম কোর্ট রায় স্থগিত রাখা সত্ত্বেও চলতি বছরে নতুন করে ৮ হাজার ৩৫০ কোটি টাকার বন্ড ছাপে কেন্দ্র। এবিষয়ে বাত্রার প্রতিক্রিয়া, মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার আত্মবিশ্বাসী ছিল। ভেবেছিল সুপ্রিম কোর্ট এই প্রকল্প বহাল রাখার পক্ষেই রায় দেবে। সেই কারণেই রায় স্থগিত হওয়ার পরও নির্বাচনের বছরে নতুন করে বন্ড ছাপার সিদ্ধান্ত নিয়েছিল।