সামনেই নববর্ষ। আর বাঙালির নববর্ষের সঙ্গে জড়িয়ে রয়েছে চৈত্র সেলও। এবার চা পান করলেই মিলবে সোনা! হ্যাঁ, শুনতে অবাক হলেও সত্যি। নবদ্বীপের ‘গরিব’ টি স্টলে পয়লা চৈত্র থেকে শুরু হয়েছে চায়ে চৈত্র সেল। যা পুরো চৈত্র মাস জুড়ে চলবে। এমন’ই অভাবনীয় ভাবনা গরিব টি স্টলের কর্ণধার শিশির বন্দ্যোপাধ্যায়ের। ২০১৮ সাল থেকে চা’য়ে চৈত্র সেল চালু করেছিলেন তিনি। যদিও বা ২০-২১ সালে লকডাউন এবং ২২ সালে ব্যক্তিগত কারণে বন্ধ রাখা রাখার পর ২০২৩ সালে ১০ জন ভাগ্যবানকে দিঘা ভ্রমণ করিয়েছিলেন শিশিরবাবু।
আর ২০২৪ এর ভাবনাটা একেবারেই অন্যরকম। গরম চায়ে চুমুক দিলেই লটারির মাধ্যমে উপহার তুলে দেওয়া হবে খাঁটি সোনার গয়না। আর তা তুলে দেওয়া হবে এক কাপ চা পান করলেই। ১০ জন পাবেন সেই উপহার। নবদ্বীপ শহরের উত্তর পশ্চিমাঞ্চল প্রতাপনগর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল-সংলগ্ন ‘গরিব’ টি স্টল, প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত টানা খোলা থাকে। সকাল থেকে রাত এই দোকানে গরম চায়ে চুমুক দিতে ভিড় জমান নবদ্বীপের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট ও পূর্বস্থলী এলাকা আসা বহু মানুষজন। আগামী পয়লা বৈশাখ লটারির মাধ্যমে উপহার স্বরূপ খাঁটি সোনার নাকছাবি তুলে দেওয়া হবে ১০ জন ভাগ্যবান বিজেতার হাতে।