রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেও ঘাটালের মানুষের জন্য ফের রাজনৈতিক ময়দানে প্রত্যাবর্তন ঘটেছে তাঁর। দু’ দশক ধরে আটকে থাকা ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্যই ফের নির্বাচনী লড়াইয়ে নেমেছেন টলিউড সুপারস্টার দেব। এবার ফের দাসপুরে ব্লকবাস্টার প্রচার সারলেন তৃণমূলের তারকা প্রার্থী। বৃহস্পতিবার প্রচারের ফাঁকে রানিচকের শিব শীতলা মন্দিরে পুজো দেন দেব। আর তারপরই দলীয় কর্মীদের অনুরোধে সোজা চলে যান চায়ের দোকানে। রানিচক বাজারের এক দোকানে সকলের সঙ্গে চা চক্র সারেন। একেবারে আমজনতার মতোই চায়ে বিস্কুট ডুবিয়ে উপভোগ করতে দেখা যায় দেবকে। টলিউড সুপারস্টার যখন চায়ের কাপে চুমুক দিচ্ছেন, তখন বাইরে তাঁকে দেখতে হাজারো উৎসুক জনতার ভিড়।
বৃহস্পতিবার দিনভর দাসপুরের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ভোট প্রচার করেছেন টলিউড সুপারস্টার। তাঁর প্রচারে যেন জনঅরণ্য। ভোট প্রচারের ময়দানে তিনি তারকা দেব নন, যেন আরও বেশি করে ঘাটালের ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন। দুঁদে রাজনীতিকদের মতোই বেশ আত্মবিশ্বাসী শোনাল ঘাটালের দু বারের তারকা সাংসদকে। চা চক্রেই দেবের মন্তব্য, ‘এবার মানুষের উৎসাহ অনেক বেশি। গত লোকসভা নির্বাচনে যে মার্জিনে জিতেছিলাম আমরা, এবার প্রচার করে যা বুঝলাম, সেই মার্জিনকেও ছাপিয়ে যাব আমরা।’ যদিও দলীয় কর্মীদের সঙ্গে বসে চা খাওয়ার ছবি তুলতে আপত্তি করেছিলেন দেব। তাঁর কথায়, ‘চা খাওয়ার ছবি তোলায় আমি বিশ্বাসী নই। এটা আমার কাছে খুব লোক দেখানো বলে মনে হয়। কিন্তু আমার আপত্তি থাকলেও কিছু করার নেই। দলীয় কর্মীদের অনুরোধেই একসঙ্গে বসে রানিচক বাজারে চা খেলাম।’