বাংলা থেকে উড়িষ্যায় কাজ করতে যাওয়া শ্রমিকদের ধরে ধরে পেটানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর তা নিয়েই এবার সেখানকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ ব্রায়েন। চিঠিতে তিনি লিখেছেন, একাধিক মিডিয়া রিপোর্ট দেখে আমি অত্যন্ত বিচলিত।
উড়িষ্যার ভদ্রকে বসবাসকারী বাংলার শ্রমিকদের শারীরিক নিগ্রহ করা হয়েছে বলে খবর মিলেছে। আপনারা সকলেই জানেন যে উড়িষ্যার ভদ্রকে বাংলার মুর্শিদাবাদের বাসিন্দা প্রায় শ’খানেক মানুষ থাকেন। সেখানে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি স্থানীয় বিজেপি কর্মীরা তাঁদের পিটিয়েছে বলে খবর পেয়েছি। তার জেরে তাঁরা পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। ব্যাট দিয়ে তাঁদের মারধর করা হয়েছে। ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত তথ্য তারা দেখাতে চাননি। সেকারণে তাদের মারধর করা হয়েছে। কিছুদিন আগে তাঁদের নিয়ে একটা ভিডিয়ো করা হয়েছিল। সেই ভিডিয়োতে তাঁদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় সেটা প্রচার করা হয়েছে। এরপরই চিঠিতে লেখা হয়েছে, উড়িষ্যা ও বাংলার মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে। ব্যক্তিগত পর্যায়তেও আপনারা জানেন যে আমি ও আমার পরিবার উড়িষ্যার সঙ্গে একটা ভাল সম্পর্ক রাখি। মুর্শিদাবাদের মানুষকে পেটানোর কাজ করাটা কোনও রকমভাবে কাম্য নয়। আমি অনুরোধ করছি যাতে এ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় ও অবিলম্বে যাতে অপরাধীদের গ্রেফতার করা হয়।