গত বছরই সংসদে পাশ হয় মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার বিল। যার ফলে জাতীয় নির্বাচন কমিশনের নিয়োগ প্যানেল থেকে বাদ পড়েন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। গত ১৪ মার্চ সেই কমিটি দুই অবসরপ্রাপ্ত সরকারি কর্তা, জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধুকে দুই নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করেছে। আর এই দুই মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের ওপর স্থগিতাদেশের আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। আজ, বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত।
এদিন শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এই সময়ে দাঁড়িয়ে (লোকসভা নির্বাচনের ঠিক আগে) নির্বাচন কমিশনারের নিয়োগ আটকালে তা চরম সমস্যার সৃষ্টি করবে। নতুন দুই কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেই জানানো হয় সুপ্রিম কোর্টের তরফে। নতুন আইন মেনেই সিলেকশন প্যানেল দুই নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়েছে। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের তরফে এদিন বলা হয়, ‘যাদের নিয়োগ করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। সামনেই নির্বাচন। সুবিধার ভারসাম্য রাখা খুব জরুরি।’