রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেও ঘাটালের মানুষের জন্য ফের রাজনৈতিক ময়দানে প্রত্যাবর্তন ঘটেছে তাঁর। দু’ দশক ধরে আটকে থাকা ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্যই ফের নির্বাচনী লড়াইয়ে নেমেছেন টলিউড সুপারস্টার দেব। এবার পাশকুঁড়াতে ব্লকবাস্টার প্রচার সারলেন তৃণমূলের তারকা প্রার্থী। বুধবার দিনভর পাশকুঁড়ার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ভোট প্রচার করেন দেব।
তাঁর প্রচারে দেখা যায় জনতার ঢল। ভোট প্রচারের ময়দানে তিনি তারকা দেব নন, যেন আরও বেশি করে ঘাটালের ঘরের ছেলে হয়ে উঠেছেন। দেবকে ঘিরে স্থানীয়দের বাঁধভাঙা উচ্ছ্বাসই সেটা বলে দেয়। পর্দার মতো প্রচারের মাঠেও আট থেকে আশির মন জয় করলেন অভিনেতা। সেসব ক্যামেরাবন্দি মুহূর্ত নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করে পাশকুঁড়াবাসীকে ধন্যবাদ জানিয়েছেন দেব। কখনও তাঁর প্রচারের গাড়িতে তুলে নিলেন কচিকাঁচাদের আবার কখনও বা তাঁদের হাতে তুলে দিলেন চকোলেট। পর্দার ‘দেবদা’কে কাছে পেয়ে ততোধিক খুশি তাঁরাও।