বিদেশি আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের। তাদের মুক্তির দাবিতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। তবে আদালতের নির্দেশে এই বিষয়ে হলফনামা দিয়ে এবার রোহিঙ্গা দায় ঝেড়ে ফেলল কেন্দ্র। মোদী সরকারের তরফে সাফ জানানো হল, উন্নয়নশীল এবং জনবহুল দেশ হিসেবে নিজেদের নাগরিকদের দেখভালকেই অগ্রাধিকার দেবে ভারত। এইসঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের অবৈধ অনুপ্রবেশ এবং এদেশে অবস্থানকে জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক বলল কেন্দ্র।
উল্লেখ্য, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মায়ানমারে জাতিহিংসার ঘটনায় পালিয়ে ভারত, বাংলাদেশ-সহ একাধিক দেশে অবৈধভাবে প্রবেশ করে রোহিঙ্গা সম্প্রদায়। দেশে সিএএ কার্যকর হওয়ার পরে নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। কেন্দ্রের হলফনামায় বলা হয়েছে, ‘একজন বিদেশী শুধুমাত্র সংবিধানের ২১ নং অনুচ্ছেদের অধীনে জীবন এবং মানবিক স্বাধীনতার অধিকার উপভোগ করতে পারেন। কিন্তু ভারতে বসবাস বা বসতি স্থাপনের মৌলিক অধিকার দাবি করতে পারেন না। এই অধিকার রয়েছে শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই।’