আবগারি মামলায় ৯ বার ইডি তলব এড়িয়ে যাওয়ার পরে দিল্লি হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বিরুদ্ধে কি আদৌ প্রমাণ আছে ইডির কাছে? এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই প্রশ্ন ছুঁড়ে দিল দিল্লি হাই কোর্ট। আদালতের নির্দেশ, যদি কোনও প্রমাণ থাকে তাহলে সেগুলো পেশ করতে হবে।
দিল্লির আবগারি দুর্নীতিতে গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট নবার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। প্রতিবারই তিনি এড়িয়ে গিয়েছেন। শেষবার তিনি ভারচুয়ালি হাজিরা দিতে চেয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি ইডি আধিকারিকরা। অন্যদিকে, আপ বারবার দাবি করেছে বেআইনিভাবে কেজরিকে সমন পাঠাচ্ছে ইডি। সেই জন্যই হাজিরা এড়িয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। লাগাতার ইডি তলবের পরে রক্ষাকবচ চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদনও করেন তিনি।
কেজরির আবেদনের শুনানি চলাকালীনই ইডিকে প্রশ্ন করেন বিচারপতিরা। শুনানির সময়ে ইডি দাবি করেছিল, কেজরিওয়ালের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের হাতে। সেই কথার প্রেক্ষিতেই দিল্লি হাই কোর্টের প্রশ্ন, ‘আপনারা কেজরিওয়ালের কাছে তো কোনও তথ্য প্রকাশ করেননি। তাহলে আদালতকে জানতে হবে, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে।’ কেজরির বিরুদ্ধে ইডির কাছে কী প্রমাণ রয়েছে সেগুলো পেশ করতেও আদালত নির্দেশ দিয়েছে।