কংগ্রেসকে পুরুলিয়া আসনটি ছাড়া হবে বলে কথা দিয়ে রেখেছে তারা। কিন্তু শরিক ফরওয়ার্ড ব্লক তাদের ‘ঐতিহ্যের আসন’ ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের মুখে বেজায় অস্বস্তিতে পড়েছে সিপিএম। আলিমুদ্দিন সূত্রে খবর, পুরুলিয়া কংগ্রেসকে ছাড়া হবে বলে কথা দিয়ে রেখেছে সিপিএম। ছাড়া না হলেও সেখানে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো দাঁড়াচ্ছেন। ফরওয়ার্ড ব্লক এই পরিস্থিতি হবে বুঝেই আগেভাগে আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে সমঝোতা হবে না বলে জানিয়ে প্রস্তাব পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে।
এদিকে, নেপাল মাহাতোর সঙ্গে প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর কথা হয়েছে। নেপালের ঘনিষ্ঠ মহল বলছে, তাঁর সঙ্গে জেলা সিপিএম নেতৃত্বের কথা হয়েছে। তারা ফরওয়ার্ড ব্লকের ফ্রন্ট প্রার্থী ধীরেন মাহাতোকে সমর্থন করছে না বলে জানিয়েছে। বলেছে, জোট শরিক কংগ্রেস প্রার্থীকেই তাঁরা সমর্থন করবে। যদিও ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘আমরা আশা করব ফ্রন্ট হিসাবে আমাদের প্রার্থীকেই সমর্থন করবে সিপিএম।’
এই জটিল পরিস্থিতিতেই শরিকি আলোচনায় বসে মাথা ঠিক রাখতে পারেননি সিপিএম রাজ্য সম্পাদক সেলিম। বিশেষ করে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের অনড় মনোভাবই তাঁর মুখ দিয়ে বলিয়ে দিয়েছে, “এবার কিন্তু আপনারা বেশি বাড়াবাড়ি করে ফেলছেন।” নরেনবাবুর জবাব ছিল, ‘কখনওই না। আমরা বামফ্রন্টগত লড়াইয়ে তো সমঝোতা করেই চলছি। ৩ শরিক ৩টি করে আসন চেয়েছি।’ সবমিলিয়ে পুরুলিয়া নিয়ে ক্রমশ দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হচ্ছে বামফ্রন্টের অন্দরে।