দুয়ারে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে নির্ঘণ্ট। আগামী ১৯শে এপ্রিল দেশজুড়ে প্রথম দফা লোকসভা ভোট। সাত দফায় হবে নির্বাচন। এবার এর জেরে পিছিয়ে গেল ইউপিএসসির প্রিলিমস পরীক্ষা। প্রায় আড়াই মাস পিছিয়ে গেল প্রিলিমস পরীক্ষার দিন। পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে যাওয়ার কারণ হল ভোটপ্রক্রিয়া চলাকালীন কোনওরকম সরকারি কাজ হয় না। তাই ইউপিএসসি পরীক্ষাও পিছিয়ে দিতে হল।
গতকাল, অর্থাৎ বুধবার ইউপিএসসি-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, আগামী ২৬শে মার্চের বদলে প্রিলিমস পরীক্ষা হবে ১৬ই জুন। এরপর ইউপিএসসি সিভিল সার্ভিসের মূল পর্বের লিখিত পরীক্ষা সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে ৫ দিন ধরে চলবে। পাশাপাশি, নতুন করে অ্যাডমিট ডাউনলোডের দিনক্ষণও ঘোষণা করেছে ইউপিএসসি। চলতি বছর সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে মোট ১০৫৬টি শূন্যপদ এবং IFoS-এর জন্য নিয়োগ করা হবে ১৫০টি শূন্যপদে।