গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে বহরমপুরের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা ছিল তৃণমূলের এবারের প্রার্থী তালিকার সবচেয়ে বড় চমক। আর তারপর অবশেষে বহরমপুরে পা রাখতে তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। তাই নোটিস পাঠিয়ে ওই দিন নেতা-কর্মীদের উপস্থিতি আবশ্যিক ঘোষণা করেছে দল। জানা গিয়েছে, ২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে তৃণমূলের জেলা কার্যালয়ে আসবেন ভারতের হয়ে দু’বার বিশ্বকাপ জেতা তারকা ক্রিকেটার। ওই দিন জেলা অফিসে আসতে বলা হয়েছে তৃণমূল নেতাদেরও। প্রথম দিনেই ব্যাপক জমায়েত করে বহরমপুর লোকসভা কেন্দ্রে শক্তি প্রদর্শন করতে চায় তৃণমূল।
প্রসঙ্গত, ক্রিকেটের ময়দানে ইউসুফের পরিচিতি তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের জন্য। এবার রাজনীতির ময়দানে নেমেও প্রথম থেকেই যাতে তিনি পরিচিত ঢঙে চালিয়ে ‘খেলতে’ পারেন, তা নিশ্চিত করতে চায় বহরমপুরের তৃণমূল। তাই ইউসুফ বহরমপুরে পা দেওয়া মাত্রই বড় আকারের জমায়েত করে ‘খেলা হবে’ স্লোগান তোলার পরিকল্পনা সাজানো হয়েছে। তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার রাজ্য স্তরের নেতা-নেত্রী থেকে অঞ্চল স্তরের নেতা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের ওই দিন বহরমপুরে জেলা কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে কর্মীদেরও। এমনই নির্দেশিকা পাঠানো হয়েছে জেলা চেয়ারম্যান ও সভাপতির পক্ষ থেকে। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার থেকেই পুরোদমে প্রচার শুরু করে দেবে দল।