মোদী সরকারের যে নির্বাচনী বন্ড চালু করেছিল, তাতে ‘চাঁদা’ দিয়ে রাজনৈতিক দলগুলিকে ‘খুশি’ করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে ফার্মা সংস্থাগুলি। যে টাকা এখন তারা তুলছে সাধারণ মানুষের কাছ থেকে। যার জেরে ওষুধ কিনতে গিয়ে পকেট শূন্য হচ্ছে তাঁদের।
প্রসঙ্গত, হায়দ্রাবাদের যশোদা সুপার-স্পেশ্যালিটি হাসপাতাল গ্রুপ ছাড়া ৩৬টি ওষুধ কোম্পানি মিলে প্রায় ৯০৩ কোটি টাকার ইলেকটোরাল বন্ড কিনেছে। নির্বাচন কমিশনের দেওয়া এসবিআই-এর এই তথ্য সম্প্রতি প্রকাশ হওয়ার পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে। ওষুধ কোম্পানির বিপণন কর্মীদের সংগঠন ডব্লিউবিএমএসআরইউ-এর নেতা দেবাশিস কুণ্ডু এ প্রসঙ্গে বলেন, ‘ওষুধ কোম্পানি তো আর নিজের ঘর থেকে নির্বাচনী বন্ডে টাকা দেবে না? ওষুধের দাম বাড়িয়েই সেই টাকা তুলবে। ৯০০ কোটি টাকা নির্বাচনী বন্ডে দিয়ে ফার্মা কোম্পানিগুলি ওষুধের দাম বাড়িয়েই ৯ হাজার কোটি টাকা তুলবে।’
আগে যে ওষুধ ২.৫০ টাকায় পাওয়া যেত সেটার দাম বেড়ে এখন প্রায় ১০ টাকা হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? দেবাশিসবাবুর কথায়, আগে একটি ওষুধ বা ট্যাবলেট প্রস্তুতের খরচের সঙ্গে ১৫০ শতাংশ যুক্ত করে দাম ঠিক করা হত। কিন্তু এখন দাম ঠিক করার আগে সংস্থাগুলি দেখে বাজারচলতি সেই সংক্রান্ত ওষুধের প্রথম পাঁচটি ব্র্যান্ডের ওষুধের কী দাম রয়েছে। তার পর সেই দামকে অ্যাভারেজ করে ঠিক করা হয় নির্ধারিত ওষুধটির দাম। স্বাভাবিকভাবেই এর জন্য মহার্ঘ্য হচ্ছে হাই প্রেশার, হাই সুগার, কিডনি-সহ সমস্ত অসুখের ওষুধই।
আরও জানা যাচ্ছে, বেশ কিছু দিন আগে মাইক্রো ল্যাবের অফিসে হানা দেয় ইডি। একপ্রকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপে ১৬ কোটি টাকা নির্বাচনী বন্ডে দেওয়া হয় সংস্থাটির তরফে। এর পরই নাকি বিভিন্ন সরকারি হাসপাতালের প্রায় ৪৫০ কোটি টাকার একটি বরাত পেয়ে গিয়েছে মাইক্রো। ওষুধের দাম বাড়িয়ে অসুস্থের পরিবারকে কার্যত কপর্দকহীন করে দেওয়া নিয়ে ফার্মা কোম্পানি ও রাজনৈতিক দলগুলির ওপর যেমন মধ্যবিত্তর ক্ষোভ বাড়ছে। তেমনই বিভিন্ন ওষুধের গুণগত মান পরীক্ষায় ব্যর্থ হওয়া সাতটি ফার্মা কোম্পানিও নির্বাচনী বন্ডে বিপুল টাকা ঢালার কথা প্রকাশ্যে আসায় উদ্বেগও বেড়েছে।
এর অর্থ ডিজিসিআই বা কেন্দ্রীয় সরকারকে ঘুষ দিয়ে গুণগত মানের পরীক্ষায় পাস করতে চাইবে টরেন্ট ফার্মা (৭৭.৫ কোটি), জাইডাস হেলথকেয়ার (২৯ কোটি), গ্লেনমার্ক (৯.৭৫ কোটি), সিপলা (৩৯.২ কোটি), আইপিসিএ ল্যাবরেটোরিজ লিমিটেড (১৩.৫) কোটি, ইন্টাস ফার্মাসিউটিক্যালস (২০ কোটি)-এর মতো নামী সংস্থাগুলি। এছাড়াও বন্ড কেনার তালিকায় রয়েছে অরবিন্দ ফার্মা (৫১.১ কোটি), ম্যানকাইন্ড (২৪ কোটি), ভারত বায়োটেক (১০ কোটি)-সহ একাধিক নামী দেশীয় ওষুধ কোম্পানি। ইলেক্টোরাল বন্ড থেকে অর্থপ্রাপ্তির নিরিখে বিজেপি বাকিদের থেকে অনেকটা এগিয়ে থাকায় সহজেই অনুমেয় সংস্থাগুলি কেন্দ্রের শাসক দলকেই খুশি করেছে।