গৌহাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) আয়োজিত একটি বিতর্কসভা কার্যত হিংসাত্মক হয়ে ওঠে।
পুলিশ জানিয়েছে, তর্কাতর্কির পর পড়ুয়ারা একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে অন্তত ছয়জন আহত হন। তবে আঘাত সামান্য হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বিরিঞ্চি কুমার বড়ুয়া অডিটোরিয়ামে রাজ্য ছাত্র নেতাদের সম্মেলনে বিতর্কসভার আয়োজন করেছিল এবিভিপি। এবিভিপির মতে, একদল পড়ুয়া প্রথমে বিতর্কে বাধা দেওয়ার চেষ্টা করেছিল এবং পরে তারা আয়োজকদের উপর হামলা চালায়।
যদিও বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, এবিভিপি সদস্যরা সমাজের একাংশকে নিশানা করে আপত্তিকর মন্তব্য করছিলেন। এক পড়ুয়া বলেন, ‘এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র রাজনীতির কিছু সীমা রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখবে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।