প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দিয়ে আচরণ বিধি ভাঙার অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, সরকারি অর্থে ভোটপ্রচার করেছেন নরেন্দ্র মোদী। গত সপ্তাহে নির্বাচন ঘোষণার প্রাক্কালে মোদী ‘বিকশিত ভারত’-এর লক্ষে দেশবাসীর সমর্থন চেয়ে খোলা চিঠি লেখেন। সেই চিঠি সবার কাছে পৌঁছয় ১৬ মার্চ।
তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন আজ মুখ্য জাতীয় নির্বাচন কমিশনারকে লিখিত ভাবে জানিয়েছেন, দেশে আর্দশ আচরণ বিধি জারি হওয়ার পর সরকারি টাকা ব্যবহার করে সব সরকারি প্রকল্পের প্রচার করে জনগণকে খোলা বার্তা দেওয়া হয়েছে যা নিয়মবিরুদ্ধ। ডেরেক বলেন, ‘প্রধানমন্ত্রীর দপ্তরকে কাজে লাগিয়ে বিজেপি সরকারি কোষাগারের টাকায় ভারত সরকারের নাম করে একটি চিঠি সাধারণ মানুষকে পাঠিয়েছে। এটা ভোটের আবেদন ছাড়া আর কিছুই নয়”।
এর সঙ্গেই প্রধানমন্ত্রীর নাম না করে তাঁর দাবি, “বিজেপি ও তাদের বারাণসী কেন্দ্রের প্রার্থী যেন সরকারি টাকা ব্যবহার করে প্রচার করতে না পারে তা নিশ্চিত করতে হবে।” এছাড়াও ওই চিঠি প্রত্যাহারের দাবি জানান তিনি।