জোরকদমে চলছে লোকসভা নির্বাচনের প্রচার। আজ, বুধবার বাইকে চেপে হাওড়ায় প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, সারথির ভূমিকা পালন করলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। এদিন তারকা ফুটবলার রীতিমতো বাইকে চেপে দাপিয়ে বেড়ালেন গোটা উত্তর হাওড়া। উত্তর হাওড়ায় পানিট্যাঙ্কি থেকে ডবসন রোড পর্যন্ত মিছিল হয় তৃণমূলের। বিধায়কের বাইকে বসে গোটা বিধানসভা এলাকা চষে বেড়ান তিনি। একযোগে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, টানা তিনবারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ফের লোকসভা ভোটে প্রার্থী করেছে জোড়াফুল। নাম ঘোষণা হতেই প্রচার শুরু করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। পাঁচ বছরে তিনি কী কী কাজ করেছেন, কাজের বিবরণ, আগামীতে তিনি কী করতে চান, সেই পরিকল্পনার কথা জানাচ্ছেন ভোটারদের। অন্যদিকে, বিধায়ক গৌতম চৌধুরী বলেন, মোদী সরকার রাজ্যকে তার পাওনা টাকা দিচ্ছে না। বঞ্চিত হচ্ছে বাংলার মানুষ। উত্তর হাওড়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পাশে থাকবেন বলেই আশাবাদী প্রসূন।