কষ্টের কথা বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন জুটমিল শ্রমিক পরিবারের মহিলা। তাঁকে বুকে জরিয়ে সান্ত্বনা দিতে গিয়ে এবার হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে শুনতে হল, করোনার সময় কোথায় ছিলেন?
প্রসঙ্গত, ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিলে অচলাবস্থা চলছে গত কয়েকদিন ধরে। চুক্তি না মেনে শ্রমিকদের ওপর কাজের বোঝা চাপানো, এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করার মত অভিযোগ তুলে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। গত শনিবার একপ্রস্থ ত্রিপাক্ষিক আলোচনার পর মিলে কাজে হয়। দু’দিন পর আজ আবার মিলে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা কাজ বন্ধ করে মিল গেটে পরিবারের সদস্যদের নিয়ে বসে পরে। শুরু হয় ধরনা।
খবর পেয়ে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জুটমিলের সামনে পৌঁছন। সেখানে শ্রমিক পরিবারেরা তাঁদের কষ্টের কথা বলতে থাকেন। এক প্রৌঢ়া কান্নায় ভেঙে পড়েন। লকেট তাঁকে বুকে টেনে সান্ত্বনা দিতে গেলে পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা লকেটকে প্রশ্ন করেন করোনার সময় কোথায় ছিলেন? আমরা যখন না খেয়ে মরছিলাম আসেননি তো! অবস্থা বেগতিক বুঝতে পেরে এরপরেই ভারত মাতা কি জয় ধ্বনি তোলেন বিজেপিকর্মীরা।