সম্প্রতি ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২ জনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে স্নায়ুযুদ্ধে অনেকটাই এগিয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। যেখানে প্রথম দফায় রাজ্যের ২০ আসনে প্রার্থী ঘোষণার পর কোনও উচ্চবাচ্যই করছে না গেরুয়া শিবির। শোনা যাচ্ছে, দলের অন্দরে প্রার্থী বাছাই নিয়ে চরম মতানৈক্য চলছে। আর তাই জল মাপতে গিয়েই বিজেপির দ্বিতীয় দফার তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে। যেমন মেদিনীপুরে দিলীপ ঘোষকে ঠেকাতে হাতে হাত মিলিয়েছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। সোমবার অমিত শাহ ও জেপি নাড্ডার কাছে মেদিনীপুরে দিলীপ ঘোষকে প্রার্থী না করার আর্জি জানান তাঁরা।
যেহেতু তৃণমূল জুন মালিয়াকে প্রার্থী করেছে তাই মেদিনীপুরে কোনও মহিলা তারকাকে প্রার্থী করার পক্ষে দুজনেই সওয়াল করেন বলে সূত্রের খবর। যদি একান্তই রাজনৈতিক কোনও ব্যক্তিকে প্রার্থী করতে হয়, সেক্ষেত্রে বিরোধী দলনেতার ভাই সদ্য বিজেপিতে যোগ দেওয়া দিব্যেন্দুকে প্রার্থী করার দাবি জানানো হয় বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সোমবার সকালে বাংলার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ। আবার শুধু বাংলা নয়। বিহার ও উত্তরপ্রদেশের কোর কমিটির সঙ্গেও বৈঠক করেন শাহ ও নাড্ডারা। সূত্রের খবর, সেখানে দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবারে প্রার্থী করে মেদিনীপুরে মহিলা প্রার্থী দেওয়ার পক্ষে সওয়াল করেন সুকান্ত-শুভেন্দু সহ বঙ্গ বিজেপির নেতারা।