রাজ্যজুড়ে জোরকদমে চলছে ভোটের প্রচার। সরগরম রাজনীতির হাওয়া। এমতাবস্থায় আরও একবার মোদী সরকার তথা বিজেপিকে কড়া ভাষায় বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দক্ষিণ দিনাজপুরের জনগর্জন সভা থেকে তিনি বলেন, “এরা রেখে দিলে আলসার। বাড়তে দিলে ক্যানসার। বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমীর আনা।” কেন্দ্রীয় বঞ্চনা ও তা নিয়ে বিজেপি জনপ্রতিনিধিদের চুপ থাকাকে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপি ভোটে জিতেও এলাকার জন্য কোনও কাজ করেনি বলে অভিযোগ করেন অভিষেক। তাঁর দাবি, বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র।
পাশাপাশি, বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পুরনো ভিডিও ক্লিপিংস তুলে ধরে খোঁচা দেন অভিষেক। বলেন, “সুকান্ত মজুমদার বার বার বলেছে, একটা ফোন করলেই টাকা এসে যাবে।” কিন্তু কেন তিনি রাজ্যে প্রাপ্য পাইয়ে দিলেন না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। এর পরই তিনি বলেন, “এরা রেখে দিলে আলসার। বাড়তে দিলে ক্যানসার। বিজেপিকে ভোট দেবেন না। মনে রাখবেন, বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমীর আনা। ২০১৯ সালে যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন, তাঁরা একবুক আশা-আকাঙ্ক্ষা থেকে ভোট দিয়েছিলেন। কিন্তু তাঁদের আশা ভঙ্গ হয়েছে।” এর পরই তাঁর আবেদন, এটা প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট নয়, প্রতিবাদের ভোট-প্রতিরোধের ভোট-প্রতিশোধের ভোট। নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল সাংসদ।