এর আগেও কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। এবার ফের তেমন কাণ্ড ঘটিয়ে বসলেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র মাধ্যমে ওপার বাংলা থেকে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আগে যেন পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করে নেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় এমন নিদান দিয়েছেন তথাগত! নিজেকে বিতাড়িত হিন্দু শরণার্থী দাবি করা ব্যক্তির পুরুষাঙ্গে সুন্নত খৎনা আছে কি না, তা পরীক্ষা করার কথা বলেছেন তিনি। তাঁর এই সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বর্ষীয়ান এই বিজেপি নেতার মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে বাংলার শাসকদল তৃণমূলও। তথাগত রায় এর আগে সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, সিএএ-র মাধ্যমে যে সকল শরণার্থী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা পালিয়ে ভারতে এসেছেন, তাঁদের এই দেশের নাগরিকত্ব দেখার আগে পুরুষাঙ্গ পরীক্ষা করে নেওয়া উচিত। যদি পুরুষাঙ্গে সুন্নত খৎনা করা থাকে, তাহলে সেই পুরুষ কোন ধর্মের তা নিশ্চিত হওয়া যাবে। ভারতীয় নাগরিকত্ব দেওয়া উচিত খৎনা না থাকা পুরুষ এবং সেই পুরুষদের সঙ্গে থাকা স্ত্রীদের।
স্বাভাবিকভাবেই তথাগত রায়ের এই পোস্টটির নিন্দা জানিয়ে পালটা একটি পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সমিরুল ইসলাম। “তথাগত রায় সব ধরনের সীমা ছাড়িয়ে গিয়েছেন। তিনি সিএএ-র অধীনে নাগরিকত্ব দেওয়ার আগে দেখতে চান সংশ্লিষ্ট ব্যক্তির পুরুষাঙ্গে খৎনা আছে কি না। বিজেপির মুখোশ আস্তে আস্তে খসে পড়ছে। আমি বাংলার সব বাসিন্দার কাছে আবেদন করছি, বিজেপির এই নগ্ন, বিভাজনকারী প্রতিহিংসার বিরুদ্ধে সরব হন, প্রতিবাদ দেখান”, লেখেন তিনি।