বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। উল্লেখ্য, একে একে অধিকারী বাড়ির সবাই অনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার প্রকাশ্য মঞ্চ থেকেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতার বাবা শিশির অধিকারী। সম্প্রতি তাঁর বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির কোনও সভা চলছে। “ভোট এলেই উনি আঘাত পান। বলেছিলেন, পায়ে মেরে দিল শুভেন্দু। শুভেন্দু মেরে দিলে বাঁচবে নাকি! শুভেন্দু মেরে দিলে বাঁচবে না”, বলছেন শিশির।
স্বাভাবিকভাবেই তুঙ্গে উঠেছে বিতর্ক। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে কীভাবে তিনি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুঁশিয়ারি দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে সমাজ মাধ্যমে। উল্লেখ্য, বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে আঘাত পান মুখ্যমন্ত্রী। সেলাই পড়ে কপালে এবং নাকে। দেশজুড়ে নেতারা তাঁর সুস্থতা কামনা করলেও আক্রমণ শানান শুভেন্দু। কদর্য ভাষা ব্যবহার করেন তিনি। তারপর মুখ্যমন্ত্রীকে হুমকি দিতে দেখা গেল তাঁর বাবাকেও।