একশো দিনের কাজ, আবাস যোজনায় বাংলার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে? সেই হিসাবনিকাশ দিতে বিজেপিকে পছন্দমতো কোনও সংবাদমাধ্যমে তাঁর মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই চ্যালেঞ্জের পর ৯৬ ঘণ্টা পার। তা সত্ত্বেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে হিসাব দেননি বিজেপির কেউ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভামঞ্চ থেকে এবার সরাসরি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক। ১০ পয়সার হিসাব দিলে রাজনীতি করবেন না বলেই দাবি তাঁর।
সভা করতে এসে বকেয়া টাকার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। কেন টাকা বন্ধ করা হয়েছে, সে কথা বলতে গিয়ে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন মোদী। এরপরই এক্স মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন অভিষেক।
অভিষেক এক্স মাধ্যমে লিখেছেন, ‘মিথ্যা কথা ছড়াবেন না। বিজেপি নেতৃত্বকে বলব, আমার সঙ্গে ওয়ান টু ওয়ান ডিবেটে বসুন। আবাস যোজনা ও এমজিএনআরইডিএ-র ১ টাকাও যদি দিয়ে থাকেন, তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন।’ তাঁর দাবি, ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে হারের পর থেকে আর কোনও টাকা দেয়নি কেন্দ্র।
উল্লেখ্য, ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকার ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন অভিষেক। এই ইস্যুতে বিক্ষোভ দেখাতে দিল্লিও গিয়েছিলেন অভিষেক।