গার্ডেনরিচের ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণও। সোমবার সকালে মমতা এ বিষয়ে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করেছেন।
লিখেছেন, ‘গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে, আমি তাতে শোকাহত। আমাদের মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ কমিশনারের সেক্রেটারিয়েট, সিভিক পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল সারা রাত ধরে ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন।’
ওই পোস্টেই মমতা আরও লেখেন, ‘‘মৃতদের পরিবারকে এবং আহতদের আমরা ক্ষতিপূরণ দেব। ক্ষতিগ্রস্তদের পাশেই আছি। উদ্ধারকাজ চলছে।’’
সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়।
এর আগে ঘটনাস্থল থেকে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মৃতদের পরিবারপিছু পাঁচ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বহুতলটি যে বেআইনি ভাবে তৈরি করা হচ্ছিল, তা তিনি মেনে নিয়েছেন। প্রোমোটারকে গ্রেফতারর করার নির্দেশ দিয়েছেন। জানিয়েছেন, বাম আমল থেকে গার্ডেনরিচ এলাকায় বেআইনি নির্মাণ একটি রীতিতে পরিণত হয়ে গিয়েছিল। তাঁর কথায়, ‘‘বাম আমল থেকে এখানে বেআইনি নির্মাণ হয়ে আসছে। তখন বহুতল নির্মাণের জন্য প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি পেতে সমস্যা হত। বিএলআরও অফিসে গিয়ে জুতো ক্ষয়ে যেত। তাই নির্মাতারা বেআইনি পথ ধরতেন। কিন্তু এখন আমরা পদ্ধতি অনেক সহজ করে দিয়েছি। তা-ও কেন কেউ কেউ এই পথ ধরছেন, জানি না। আইনত ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে।’