এবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সাংসদ দেব। এর আগে বহুবার হিরণ আক্রমণ করেছেন দেবকে। তবে বারবার হাসিমুখে বিষয়টা এড়িয়ে গিয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ। অবশেষে মুখ খুললেন দেব ওরফে দীপক অধিকারী। চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন, “ওঁর কাছে নথি থাকলে ইডি-সিবিআইকে দিন।” লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন সমস্ত দলের প্রার্থীরা। পিছিয়ে নেই তৃণমূলও। সোমবার ঘাটালে প্রচারে বের হন তারকা প্রার্থী দেব। জনসংযোগের মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই ওঠে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ।
এর আগে বহুবার হিরণ দাবি করেছেন, গরুপাচারে সঙ্গে নাকি জড়িত দেব। দুর্নীতির টাকায় নাকি সিনেমা বানিয়েছেন তিনি। তাঁর কাছে নথি আছে বলেও দাবি করেছেন হিরণ। এদিন ঘাটাল থেকে হিরণকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দেব। বললেন, “সবসময় তো শুনি ওঁর কাছে নথি আছে। আমি বলছি কোনও নথি থাকলে তা ইডি-সিবিআইয়ের হাতে তুলে দিন। তার পরই বিচার হবে।” এখানেই শেষ নয়, দোষী হলে এতদিনে গ্রেফতার হয়ে যেতেন বলেই মন্তব্য করলেন দেব। যদিও সহকর্মীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও তাঁকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ দেব। তাঁর কথায়, “হিরণের কোনও দোষ নেই। আমার বিপক্ষে যিনি থাকতেন তিনিই এসব বলতেন। এটাই রাজনীতির নিয়ম।” পাশাপাশি এদিন দেব সাফ জানিয়ে দিয়েছেন, এর পর হিরণ যাই বলুন না কেন, তিনি তার উত্তর দিতে নারাজ।