নতুন পদক্ষেপ নিল রাজ্য অর্থ দফতর। বাড়ানো হল নাম নথিভুক্তিকরণের সময়সীমা। স্বাস্থ্য প্রকল্পের ক্ষেত্রে, রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের স্বাস্থ্য প্রকল্পের সুবিধা দিতে অনলাইনে নাম নথিভুক্তির মেয়াদ বৃদ্ধি করা হল। ভোট ঘোষণার আগে অর্থদফতর নির্দেশিকা জারি করেছে। পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী, নতুন আবেদনের সময়সীমা ছিল ৩১শে জানুয়ারি পর্যন্ত। তবে অর্থদফতর জানিয়েছে, অনেক কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মী আবেদন করে উঠতে পারেননি এখনও। তাই ১লা এপ্রিল থেকে ফের আবেদন নেওয়া হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে তা।
প্রসঙ্গত, সরকারি স্বাস্থ্য প্রকল্প থেকে যাঁরা বেরিয়ে এসেছিলেন, অনলাইনে নাম নথিভুক্ত করার জন্যও তাঁদের ১লা এপ্রিল থেকে ২০২৫-র ৩১শে মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্ত না থাকলে, মাসিক বেতন বা পেনশনের সঙ্গে নির্দিষ্ট হারে চিকিৎসা ভাতা পাওয়া যায়। স্বাস্থ্য প্রকল্পে নথিভুক্ত কর্মীদের, যাঁদের ম্যানুয়াল কার্ড রয়েছে, তাঁদের নাম অনলাইনে নথিভুক্ত করে ডিজিটাল সার্টিফিকেট নিতে বলা হয়েছে। আগামী বছরের ৩১শে মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ডিজিটাল সার্টিফিকেটে আধার নম্বরও দিতে হবে। সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের নথিভুক্ত পরিবারের সদস্যদের এই কাজ করতে হবে। বহু সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা এতে সুবিধা পাবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।