সাম্প্রতিককালে দেশ জুড়ে ফের একবার ‘মোদী ঝড়’ ওঠার আশায় বিজেপি। তবে সেই ঝড় রুখতে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ দেশের তাবড় রাজনৈতিক দলগুলি মিলে ইন্ডিয়া ব্লকের গঠন করেছিল। তবে জনমত সমীক্ষা অনুযায়ী, সেই জোট গঠনের পরও বিজেপিকে রোখা যাবে না। জি-মাট্রিজে জনমত সমীক্ষায় দাবি করা হল, ফের একবার বিপুল ব্যবধানে জিতে কেন্দ্রে সরকার গঠন করতে চলেছে বিজেপি।
জি-মাট্রিজে জনমত সমীক্ষায় দাবি করা হল, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৩৯০টি আসনে জয়ী হতে পারে। এদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক ১০০-র গণ্ডিও পার করতে পারবে না বলে দাবি করা হল সমীক্ষায়। খাড়গে-মমতা-কেজরিদের ঝুলিতে যেতে পারে মাত্র ৯৬টি আসন। এছাড়া অন্যান্যদের খাতায় জুড়তে পারে ৫৭টি আসন।
এদিকে জাতীয় রাজনীতিতে বিরোধীদের থেকে বিজেপি বহু এগিয়ে থাকলেও বাংলায় তৃণমূলের থেকে এগিয়ে যেতে তারা পারবে না। এমনই দাবি করা হয়েছে জি-মাট্রিজে জনমত সমীক্ষায়। সেই রিপোর্টে দাবি করা হল, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ৪১.৫ শতাংশ ভোট পেতে পারে। এদিকে তৃণমূল পেতে পারে ৪২.৬ শতাংশ ভোট। আর বাম-কংগ্রেস সম্মিলিত ভাবে পেতে পারে ১১.৯ শতাংশ ভোট।
জনমত সমীক্ষা অনুযায়ী, এই রাজ্যে বিজেপি গতবারের তুলনায় কম আসন পেতে পারে। এই আবহে গতবারের তুলনায় তৃণমূলের আসন সংখ্যা কিছুটা বাড়তে পারে। আর বামেরা এবারও শূন্য হাতেই ফিরবেন বাংলা থেকে। আর কংগ্রেস পেতে পারে ১টি আসন।
জি-মাট্রিজে জনমত সমীক্ষায় দাবি করা হল, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে থেকে ২৪টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। গতবার এই রাজ্যে তারা ২২টি আসনে জিতেছিল। অর্থাৎ, গতবারের তুলনায় এবারে ২টি আসন বেশি পেতে পারে তারা। ওদিকে এই রাজ্য থেকে বিজেপির ঝুলিতে যেতে পারে ১৭টি আসন। গতবার বাংলার ১৮টি আসনে পদ্ম ফুটেছিল। তবে এবারে একটি আসন কম পেতে পারে গেরুয়া শিবির।