বিরোধীরা অনেকদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন। অবশেষে বিরোধীদের যাবতীয় অভিযোগে সিলমোহর দিয়ে গত ১৫ ফেব্রুয়ারি ইলেক্টোরাল বন্ড ব্যবস্থাকে সাংবিধানিক এবং ক্ষতিকারক আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার নির্বাচনী বন্ডকে সরাসরি ‘বিশ্বের বৃহত্তম তোলাবাজি চক্র’ বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার থানেতে তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন ওয়ানাড়ের সাংসদ। সেখানেই তিনি এই মন্তব্য করেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রকল্প সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আসার একদিন পরেই রাহুল অভিযোগ করেন, এই প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত তহবিল রাজনৈতিক দলগুলিকে বিভক্ত করতে এবং বিরোধী সরকারগুলিকে উৎখাত করতে ব্যবহৃত হয়েছিল। তিনি বলেন, ‘নির্বাচনী বন্ড ছিল বিশ্বের সবচেয়ে বড় চাঁদাবাজি চক্র। রাজনৈতিক দলগুলিকে ভাঙা এবং বিরোধী সরকারকে ফেলে দেওয়ার জন্য তহবিল নির্বাচনী বন্ড থেকে এসেছিল।’
বিজেপিকে আক্রমণ করে রাহুল আরও বলেন, ইডি, সিবিআই এবং দেশের নির্বাচন কমিশনের মতো সংস্থাগুলি বিজেপির অস্ত্র। ইডি, নির্বাচন কমিশন বা সিবিআই দেশের যে প্রতিষ্ঠানই হোক না কেন, এখন তারা দেশের প্রতিষ্ঠান নয়, বিজেপি ও আরএসএসের অস্ত্র। তাঁর মতে, ‘এসব প্রতিষ্ঠান যদি তাদের নিজেদের মতো করে কাজ করতো তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। ওদের (বিজেপি) এটা নিয়ে ভাবা উচিত, একদিন যখন বিজেপি সরকার বদলাবে, তখন ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবস্থা এমন হবে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, আমি গ্যারান্টি দিচ্ছি। ‘