শনিবার দেশের লোকসভা ভোটের সূচি ঘোষণার সময়ে উপনির্বাচনের দিনক্ষণও জানালেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। বাংলায় ভগবানগোলা ও বরানগর বিধানসভা কেন্দ্র দুটিতে ভোট হবে দুদিনে। লোকসভা ভোটের সময়ে মোট ১৩ টি রাজ্যের ২৬ টি হবে উপনির্বাচন। যে রাজ্যে যেদিন ভোট, সেদিনই উপনির্বাচনও হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।
মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হয়েছেন মাস খানেক আগে। ক্যানসারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর ফেব্রুয়ারির মাঝামাঝিতে তাঁর মৃত্য়ু হয়। সেই কেন্দ্রে জনপ্রতিনিধি বেছে নিয়ে হবে উপনির্বাচন। লোকসভা ভোটের তৃতীয় দফায় অর্থাৎ ৭ মে, মুর্শিদাবাদে ভোটের দিন হবে উপনির্বাচন।
অন্যদিকে, বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে ওই কেন্দ্রটিও বিধায়কশূন্য। সেখানে নতুন বিধায়ক পেতে উপনির্বাচনের পথে হাঁটতে হবে। সপ্তম অর্থাৎ শেষ দফায়, ১ জুন কলকাতা উত্তর ভোটের দিন বরানগরের উপনির্বাচন হবে। সারা দেশের ভোটগণনার সঙ্গেই আগামী ৪ জুন, দুই কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা হবে।