বৃহস্পতিবার কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে এবং নাকে গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে, সেখানে একাধিক সেলাই পড়ে তাঁর কপালে। এ নিয়ে নানা জল্পনা তৈরি হতেই এবার মুখ্যমন্ত্রীকে ধাক্কা দেওয়ার সম্ভাবনার কথা খারিজ করল তৃণমূল। শুক্রবার রাজ্যের মন্ত্রী তথা চিকিৎসক শশী পাঁজা বলেন, মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধাক্কা দেওয়ার প্রশ্ন উঠছে কেন? তাঁর কথায়, ‘বিষয়টা সিনকোপ। অনেক সময় শারীরিক অস্থিরতার জন্য মানুষ হঠাৎ করে জ্ঞান হারায়।
এর সঙ্গে কারও ধাক্কা দেওয়ার কোনও সম্পর্ক নেই। ধাক্কা দেওয়ার প্রশ্ন উঠছে কেন?’ বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী বাড়ি চলে যাওয়ার পর সাংবাদিক বৈঠকে এসএসকেএম হাসাপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পিছন থেকে ধাক্কা দেওয়া ফলে মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে আহত হয়েছেন’। এর পরই প্রশ্ন ওঠে, মুখ্যমন্ত্রীকে তাঁর শোয়ার ঘরে ধাক্কা দিল কে? আলোচনা শুরু হয় নানা রকম সম্ভাবনা নিয়ে। শুক্রবার সকালে এই নিয়ে জল্পনা যখন চরমে উঠেছে তখন মণিময় বাবু দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি বলতে চেয়েছেন, ধাক্কা দেওয়ার মতো অনুভূতি হয়েছে মুখ্যমন্ত্রীর।