বৃহস্পতিবার কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে এবং নাকে গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে, সেখানে একাধিক সেলাই পড়ে তাঁর কপালে। এই ঘটনার পরই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি লালবাজারের বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করবে বলে সূত্রের খবর।
সূত্র মারফৎ জানা গেছে, শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবে লালবাজারের বিশেষ টিম। সায়েন্টিফিক উইং, ফরেন্সিক উইং, ফটোগ্রাফি সেকশন থাকছে ওই দলে। তাঁরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি যাঁরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের সবার বয়ান রেকর্ড করবে। একই সঙ্গে, সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখবে তাঁরা। কালীঘাট থানার সঙ্গে যৌথভাবে তদন্ত করবে লালবাজার। গোটা ঘটনা প্রসঙ্গে এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ড. মণিময় বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতেই দ্য ওয়াল-কে জানিয়েছিলেন, ‘পিছন থেকে ধাক্কার অর্থ এই নয় যে কেউ শারীরিক ধাক্কা মেরেছে, এর অর্থ মুখ্যমন্ত্রী সেইসময় অনুভব করেছিলেন কেউ যেন তাঁকে ধাক্কা মেরেছেন।’