বৃহস্পতিবার পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে শোরগোল পড়ে গেলেও সেজন্য থেমে থাকল না দলের কাজ। সেসবের মধ্যেই রাত সাড়ে ৮টা নাগাদ আসামের চারটি লোকসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল। প্রসঙ্গত, এ রাজ্যে একলা চলো নীতি নিয়েছেন তৃণমূল নেত্রী। ৪২টি আসনের সবকটিতেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তাঁর দল। এবার পড়শি রাজ্যের আরও ৪টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। শিলচরে প্রার্থী করা হল রাধেশ্যাম বিশ্বাসকে।
লখিমপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘনকান্ত। বারপেটায় দাঁড়াচ্ছেন আবুল কালাম আজাদ এবং কোকরাঝাড়ে তৃণমূলের টিকিটে লড়বেন গৌরীশঙ্কর সারানিয়া। উল্লেখ্য, এর আগে সম্প্রতি মেঘালয়ের একটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল। মেঘালয়ের তুরা আসন থেকে লড়তে চলেছে তৃণমূল। জানা গিয়েছে, তুরা থেকে দলের প্রার্থী হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার ভাই জেনিথ। যিনি দু’বারের বিধায়ক।