লোকসভা নির্বাচনের আগে ফের বড়সড় বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। যা ঘিরে ইতিমধ্যেই তোলপাড় দেশের রাজনৈতিক পরিসর। প্রসঙ্গত, জেল থেকেই ইনস্টাগ্রামে লাইভ করছেন
খুনের অভিযোগে বন্দি আসামি। বলছেন, জেলজীবনটা আসলে স্বর্গের মতো সুন্দর! ‘ডবল ইঞ্জিন’ যোগীরাজ্যের এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য। জেলে বসে বিশেষ সুবিধা পাচ্ছেন আসামি, উঠছে সেই অভিযোগও। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে বেরেলি সেন্ট্রাল জেলের একটি ভিডিও। আসিফ নামে এক খুনের অভিযুক্তকে ভিডিওতে দেখা যাচ্ছে। তিনি বলছেন, “আমি তো এখন স্বর্গে আছি। দারুণ মজা হচ্ছে। আর কয়েকদিন পরেই তো এখান থেকে বেরিয়ে যাব।” দু মিনিটের লাইভে এসে আরও কথা বলেন আসিফ। নেটদুনিয়ায় নিমেষে ছড়িয়ে পড়ে তাঁর লাইভের ভিডিও। তার পরেই সেই জেল আধিকারিকদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২রা ডিসেম্বর জনৈক সরকারি ঠিকাদার রাকেশ যাদবকে গুলি করে খুন করা হয়। দিল্লীর এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে উঠে আসে দুজনের নাম। আসিফ ছাড়াও নাম জড়ায় রাহুল চৌধুরির। দুজনকেই বেরেলির জেলে রাখা হয়। সেখান থেকেই ইনস্টাগ্রাম লাইভ করেছেন আসিফ। গোটা ঘটনার পরে উত্তরপ্রদেশের কারা বিভাগের ডিআইজি কুন্তল কিশোর জানান, “আমি ভিডিওটা দেখেছি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।” এই ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষিপ্ত মৃত রাকেশের পরিবার। বৃহস্পতিবার জেলাশাসকের সঙ্গে দেখা করে অভিযোগ জানান রাকেশের ভাই। তাঁর দাবি, জেলের মধ্যেই বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে অভিযুক্তদের। জেলের মধ্যে বন্দিদের হাতে মোবাইল ফোন যাচ্ছে কী করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। ঘটনার ফলে স্বাভাবিকভাবেই নিন্দার মুখে যোগী-প্রশাসন। সরব হয়েছে একাধিক মহল।