বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর চোট পান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আজ মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করতে সন্ধ্যায় তাঁর বাড়িতে পৌঁছল এসএসকেএম-এর চিকিৎসকদের একটি দল। চিকিৎসকরা জানান, মুখ্যমন্ত্রী বিপন্মুক্ত ও স্থিতিশীল। তাঁর যন্ত্রণা কমেছে। রক্তপাত হয়নি। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে। খেতে হবে অ্যান্টিবায়োটিক। বৃহস্পতিবার আহত হবার সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পরিবারের অন্যান্য সদস্যরা মমতাকে গাড়িতে করে এসএসকেএম হাসতপাতালে নিয়ে আসেন।
প্রসঙ্গত, সেখানে মুখ্যমন্ত্রীর কপালে ৩টি ও নাকে একটি সেলাই পড়ে। এর পর তাঁর মাথার সিটি স্ক্যান হয়। সেখানে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে চিকিৎসকরা নিশ্চিত হলে রাতে বাড়ি ফিরে আসেন মমতা। এর পর একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেন এসএসকেএম-এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়। তাতে তিনি উল্লেখ করেন, পিছন থেকে ধাক্কা দেওয়ায় পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই বিবৃতিতে শোরগোল পড়ে যায়। কে মুখ্যমন্ত্রীকে শোয়ার ঘরে ঢুকে ধাক্কা দিল, প্রশ্ন উঠতে শুরু করে। পরে মণিময়বাব অবস্থান ব্যাখ্যা করে বলেন, পিছন থেকে ধাক্কা দেওয়ার মতো অনুভূতি হয়েছিল মুখ্যমন্ত্রীর। আর তিনি বোঝাতে চেয়েছেন সেই কথাটিই।