জল্পনায় পড়ল ইতি। বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে চলছিল গুঞ্জন। সেইমতোই আজ, শুক্রবার বিজেপির নয়াদিল্লীর সদর দফতরে গিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন তমলুকের বিদায়ী তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারী এবং ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এরা কেউ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিকিট পাননি। অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরেছিলেন। বিজেপিতে যোগ দিয়েই এঁদের কেউ বললেন রাজ্যে আইনশৃঙ্খলা নেই। আবার কেউ বললেন, “নিজের কর্মীদের বাঁচাতে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলাম।” আর তাঁদের এই যোগদান নিয়ে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। “বিজেপি নেতারা আবার বিজেপিতে যোগ দিয়েছেন। এতে নতুনের কী রয়েছে?”, জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, একুশের নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে এলেও বিজেপির সাংসদ পদ ছাড়েননি অর্জুন সিং। আর অধিকারী পরিবারের প্রত্যেক সদস্যই বিজেপিতে যোগ দিয়েছেন। বাকি ছিলেন দিব্যেন্দু। সুতরাং অধিকারী পরিবারে আর একটি পদ্ম ফুটল। এখানেই বিজেপির বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগে উস্কে দিয়েছেন কুণাল ঘোষ। “দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেন। এবার পরিবারতন্ত্র নিয়ে কী বলবেন প্রধানমন্ত্রী মোদী? তৃণমূলের ব্রিগেডের দিন ৪২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। সেই তালিকায় নাম ছিল না অর্জুনের। তারপরই তিনি তৃণমূলের উপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। যার নিটফল, দিল্লী উড়ে গিয়ে আবার বিজেপিতে অর্জুন”, এক্স হ্যান্ডলে লিখেছেন কুণাল।