গত রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২ জনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে স্নায়ুযুদ্ধে অনেকটাই এগিয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। যেখানে প্রথম দফায় রাজ্যের ২০ আসনে প্রার্থী ঘোষণার পর কোনও উচ্চবাচ্যই করছে না গেরুয়া শিবির। তৃণমূল সব আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়ার তিনদিন পরও দ্বিতীয় দফার তালিকা আসেনি তাদের।
যার ফলে হতাশ নিচুতলার কর্মীদের একাংশ। শোনা যাচ্ছে, সেই তালিকা ঘোষিত হতে পারে বৃহস্পতিবার বা শুক্রবার। কিন্তু দ্বিতীয় দফার তালিকা ঘোষণায় এত দেরি কেন? সূত্রের দাবি, রাজ্যের দ্বিতীয় তালিকা নিয়ে এখনও বেশ কিছু চিন্তাভাবনার জায়গা রয়েছে গেরুয়া শিবিরের। একাধিক আসনে প্রার্থী এখনও চূড়ান্ত করা যায়নি। হয়, ওই কেন্দ্রগুলিতে কাকে প্রার্থী করা হবে, সেটা নিয়ে সংশয় রয়েছে। নাহয় কিছু কিছু প্রার্থীর কেন্দ্র বাছাই নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে প্রার্থী বাছাইয়ে নেতৃত্বের এই ঢিলেমি দেখে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে দলের অন্দরে।