৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু একশো টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্স হ্যান্ডেলে সেই সিদ্ধান্ত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা কল্যাণে গ্যারান্টির কথা বলেছিলেন। এবার পালটা নারী ন্যায় গ্যারান্টি ঘোষণা করলেন রাহুল গান্ধী।
বুধবার মহারাষ্ট্রের ধুলেতে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল জানান, কংগ্রেস ক্ষমতায় এলে মহিলাদের বছরে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের চাকরিতে ৫০ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত করবে কংগ্রেস সরকার।
বুধবারই দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, গত দশ বছর কংগ্রেস দেশে মহিলারাই বঞ্চিত হয়েছেন। কংগ্রেস ক্ষমতায় এলে এই উপেক্ষার অবসান হবে। কংগ্রেস বুধবার আরও বলেছে, দল ক্ষমতায় এলে মিড মিল, অঙ্গনওয়ারি কেন্দ্র ইত্যাদিতে কেন্দ্রের বরাদ্দ দ্বিগুণ করা হবে। এরফলেও উপকৃত হবেন মহিলারা।
রাহুল ও খাড়্গের কথায় স্পষ্ট, লোকসভা নির্বাচনে কংগ্রেস মোদীর মহিলা ভোট ব্যাঙ্কে থাবা বসাতে চাইছে। মোদী তৃতীয়বার ক্ষমতা ধরে রাখতে মহিলা ভোটের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। বাকি নেই অন্যরাও। হালের সব ভোটেই মহিলাদের নানা সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে বিভিন্ন দল। সাম্প্রতিককালে মহিলাদের ভোটার হওয়ার হার বেড়েছে। বেড়েছে তাদের ভোটদানের হার। এখন দেখার কংগ্রেস মহিলা ভোটারের মন জয় করতে পারে কিনা।