উত্তরবঙ্গ থেকেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ি থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার প্রার্থীদের জন্য প্রচার সারলেন অভিষেক।
এদিন অভিষেক বলেন, দু’টো পোর্ডিয়াম রেখেছিলাম। একজন বিজেপি নেতা আসবেন। আসেনি। লেজ গুটিয়ে পালিয়েছে। পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবি। ক্ষমতাই নেই আসার। যত চোর চিটিংবাজ দুর্নীতিগ্রস্ত বিজেপিতে। আগেকার দিনে দেখতাম চোর চুরি করে, খুনি খুন করে বিচারব্যবস্থার নির্দেশে জেলে যাচ্ছে। এখন দেখছি যারা টিভির পর্দায় নির্লজ্জের মতো হাত বাড়িয়ে কাগজে মুড়ে টাকা নিয়েছে। সেইসব দুর্নীতিগ্রস্ত চোরেদের হাত ধরে বিচারকরা রাজনীতিতে ঢুকছে। প্রাক্তন বিচারপতিকে বিচারক দা বলে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সঙ্গে যোগ করেন, ‘আমার চ্যালেঞ্জ আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। বাংলায় একুশে হেরে যাওয়ার পর ১০ পয়সা দিয়েছেন ১০০ দিনে আর আবাসে প্রমাণ করুন। করলে আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। হাটে হাড়ি ভেঙে দিয়েছি। ৪৪ হাজার কোটি টাকা দিয়েছে বলছেন। ১০ পয়সা দিয়েছেন প্রমাণ করুন’।