বিজেপির প্রার্থীতালিকার এ গ্রুপে নাম নেই, বি গ্রুপেও নাম বেরবে কি না, জানেন না! তাই মানসিকভাবে ভেঙে পড়েছেন দিলীপদা! এবার ঠিক এই ভাষাতেই প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তৃণমূলের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা বিধায়ক জুন মালিয়া।
লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রস্তুতি সভায় যোগ দিতে বুধবার সন্ধ্যায় মেদিনীপুরে এসেছিলেন মেদিনীপুরের বিধায়িক তথা অভিনেত্রী জুন মালিয়া। মেদিনীপুর জেলা পরিষদ হলে তৃণমূল নেতা, কর্মী, বিভিন্ন স্তরের পদাধিকারী ব্যক্তিদের নিয়ে প্রস্তুতি সভায় বসেন তিনি। সেই প্রস্তুতি সভা করার আগে সাংবাদিকদের মুখোমুখি হন জুন। তখনই দিলীপ ঘোষকে নিয়ে জিজ্ঞেসা করা হলে জুন মালিয়া বলেন, ‘দিলীপবাবুর দল এ গ্রুপে ওঁর নাম বের করেনি। বি গ্রুপেও ওঁর নাম বের হবে কিনা, তারও নিশ্চয়তা নেই। তাই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। আর সেই কারণেই বেলাগাম মন্তব্য করে বেড়াচ্ছেন। তবে দিলীপদাকে বলব এখনই মানসিকভাবে ভেঙে না পড়তে। কারণ খেলা অনেক হবে। হাসি কান্না অনেকে হবে। ভোটে লড়াই হবে। তাই প্রস্তুত থাকতে।’