লোকসভা ভোটের প্রচারে এবার ‘অধিকার যাত্রা’ ৷ তৃণমূল কংগ্রেসের নয়া প্রচার শুরু আজ থেকে। প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি যাবেন প্রার্থী-সহ নেতারা। ১০০ দিনের কাজের টাকা পাওয়ার অধিকার। আবাসে ঘর পাওয়ার অধিকার। অথচ কেন্দ্র সেই অধিকার দিচ্ছে না। এই বার্তা নিয়েই লোকসভা ভোটের প্রচারে শুরু হচ্ছে তৃণমূলের ‘অধিকার যাত্রা’ ৷
রাজ্যের ২৯৪ বিধানসভা এলাকাজুড়েই হবে এই অধিকার যাত্রা। প্রতি বিধানসভায় প্রচারে যাবেন লোকসভার প্রার্থী। সঙ্গে থাকবেন স্থানীয় বিধায়ক বা সংগঠনের নেতারা। যারা কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত হয়েছেন। মূলত তাদের মাঝে গিয়েই প্রচার চালানো এর মূল উদ্দেশ্য।
‘অধিকার যাত্রা’ চলবে আগামী ১০ দিন। সমস্ত গ্রাম পঞ্চায়েত ও পুরসভা এলাকায় হবে এই যাত্রা। এর জন্যে প্রায় ৫০০০ নেতা-নেত্রী-কর্মী শামিল হবেন। ‘জমিদারের বিসর্জন’ এই স্লোগান বা পোস্টার ব্যবহার হবে এই অধিকার যাত্রায়।
ব্রিগেডে গত রবিবার ঐতিহাসিক জনগর্জন সভা এবং মঙ্গলবার তফশিলির সংলাপ শুরু হওয়ার পর, আজ, বুধবার থেকে তৃণমূল কংগ্রেস তাদের নতুন প্রচারাভিযান বাংলার অধিকার যাত্রা শুরু করতে একদম প্রস্তুত ৷ বাংলার অধিকার যাত্রা আদতে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন প্রচার কর্মসূচির একটি অন্যতম প্রধান অংশ। চমকে ভরা এই আয়োজন আগামী দিনে তৃণমূলের প্রচার কর্মসূচিকে আরও জোরদার করবে এমনটাই দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ৷ এই কর্মসূচির আওতায় তৃণমূল কংগ্রেসের ৪২ জন প্রার্থীরা সকলেই নিজ নিজ লোকসভা কেন্দ্রে ১০ দিনের একটি যাত্রা করবেন ৷
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ঘাটাল, মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহ উত্তর ও দক্ষিণে এই প্রচার কর্মসূচি পালন করা হবে ৷ আগামী ৭-১০ দিন, প্রার্থীরা সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্র জুড়ে জনসভা, বৈঠক, দরজায় দরজায় ঘুরে প্রচার এবং মিছিল করবেন ৷ পাশাপাশি প্রার্থীরা সেই এলাকার বঞ্চিত ১০০ দিনের কাজের শ্রমিক আবাস যোজনার উপভোক্তাদের সঙ্গে দেখা করবেন। কেন্দ্রের মোদি সরকার যে বাংলার মানুষকে বঞ্চিত করছে এবং তৃণমূল কংগ্রেস সেই মানুষের অধিকারের জন্যই লড়ছে, সেটা তাঁদের বোঝাবেন ৷