দেশজুড়ে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করেছে মোদী সরকার। সিএএ কার্যকর হতেই, মঙ্গলবার হাবড়া থেকে মোদী সরকারকে তীব্র ভাষায় একহাত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “কেউ আবেদন করবেন না। নাগরিকত্বের জন্য আবেদন করলেই ‘অনুপ্রবেশকারী’ হয়ে যাবেন। কোনও নাগরিক অধিকার থাকবে না।” ইতিমধ্যেই মতুয়া-সহ উদ্বাস্তুদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সাধারণ মতুয়া থেকে পাগল, গোঁসাইরা অনেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সহমত। অনেকেই জানিয়ে দিয়েছেন, নাগরিকত্বের জন্য আবেদন করবেন না তাঁরা।
এপ্রসঙ্গে জনৈক জগদীশ গোঁসাই বলছেন, ভারতের নাগরিক হিসেবে যেসব নথি থাকা জরুরি তার সবই মতুয়াদের রয়েছে। তাঁদের দাবি, ব্লক ধরে ধরে নাগরিকত্বের কার্ড দিক মোদী সরকার। তাঁরা নিঃশর্ত নাগরিকত্ব চান। এজন্য আবেদনের রাস্তায় হাঁটবেন না তাঁরা। মতুয়াদের অনেকেরই বক্তব্য, ভারতের নাগরিক হিসেবে তাঁদের সব প্রমাণ রয়েছে। তাহলে কেন নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে? ‘কেন্দ্রের পাতা ফাঁদে’ তাঁরা পা দিতে রাজি নন একেবারেই। হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে ঠাকুরবাড়িতে অনশন শুরু করবেন সিএএ-র বিরুদ্ধে।