গত রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যে তাদের ৪২ প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। অন্যদিকে, প্রথম দফায় মাত্র ২০ প্রার্থীর নাম ঘোষণা করেই ক্ষান্ত দিয়েছে বিজেপি। তার মধ্যে আবার সরে দাঁড়িয়েছেন এক প্রার্থী। এই পরিস্থিতিতে নির্ভরযোগ্য মুখের অভাবে ভুগছে গেরুয়া শিবির। বাকি ২৩ আসনে প্রার্থী বাছাই করতে গিয়ে অথৈ জলে পড়েছে তারা। তার ওপর টিকিট না পাওয়া বিদায়ী সাংসদদের ক্ষোভ তো রয়েইছে। সব মিলিয়ে ভোটের আগে দিশেহারা তারা।
প্রসঙ্গত, গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছিল, আসন্ন লোকসভা ভোটে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে ৮ মার্চ কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক করবে বিজেপি। যদিও তা হয়নি। রবিবার বৈঠকের তারিখ ঠিক করা হয়। প্রায় শেষ মুহূর্তে স্থগিত হয়। সূত্রের খবর, আজ, সোমবার সন্ধ্যায় দ্বিতীয় দফার নির্বাচনী কমিটি বৈঠকে বসতে পারে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ দলের অন্য শীর্ষ নেতাদের বৈঠকে উপস্থিত থাকার কথা। রবিবার রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা হয়নি।