দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের ১১ ডিসেম্বর সিএএ পাশ করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার। অবশেষে বিল থেকে আইনে পরিণত হওয়ার প্রায় সাড়ে চার বছর পরে ঠিক লোকসভা নির্বাচনের মুখে দেশে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) জারি করার কথা জানিয়েছে তারা।
আর লোকসভা ভোটের আগে বিজেপি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ফের অশান্ত অসম। সিএএ ইস্যুতে কয়েকদিন আগে থেকেই হাওয়া গরম হতে শুরু করেছিল অসমে। তারই কার্যত বহিঃপ্রকাশ ঘটেছে সোমবারের ঘোষণার পর। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তার আগেই রাজ্যের পুলিশ নোটিস জারি করে দিয়েছে। রাজ্যজুড়ে ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) সহ অন্তত ৩০টি অরাজনৈতিক সংগঠন। বিভিন্ন জায়গায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখানো শুরু হয়েছে। পোড়ানো হয়েছে সিএএ-র কপিও। সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার ঘটনাকে অসমের ইতিহাসের কালো দিন বলেও অভিহিত করছে তাঁরা।