অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সফরে। এদিকে প্রাক্তন বিচারপতি তথা আসন্ন লোকসভা ভোটের বিজেপি প্রার্থী আসার আগেই বিজেপি কার্যালয়ের সামনেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার। আর পোস্টার ঘিরেই তোলপাড় পরে যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছনোর আগেই।
বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দেওয়া এই পোস্টারে দেখা যায় লেখা রয়েছে, ‘অভিজিৎ তুমি তো লোভী তাই তুমি বিজেপিতে। তোমার কাছে মানুষ জবাব চাইছে। জবাব দাও।’ এইভাবে তাঁকে লোভী কটাক্ষ করে তৃণমূলের পোস্টার দেওয়া নিয়ে উত্তর দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক বর্গভীমা মন্দিরে পুজো দেওয়ার পর আজ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা যায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি ও রাজ্য যুব-সহ সভাপতির নেতৃত্বে এই প্রচার চালিয়েছে তৃণমূল কংগ্রেস।
তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণার আগেই আজ তমলুকে আসেন প্রাক্তন বিচারপতি তথা সদ্য বিজেপিতে যোগদানকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি প্রথমে তমলুকে জেলা বিজেপি কার্যালয়ে নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, এবং বিধায়িকা তাপসী মন্ডল-সহ অন্যান্য নেতারা।